আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি শেষে পাকিস্তান টেস্ট দিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে টাইগারদের। চলতি বছরে বাকি পাঁচ মাসে ৮টি টেস্ট খেলবে শান্তরা। আর দেশের হয়ে সবগুলো টেস্ট খেলবেন সাকিব আল হাসান। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
পাকিস্তান সফরের দল ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে তিনি বলেন,‘আমাদের সামনে যে ৮টি টেস্ট আছে, ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে, সবগুলোতে তিনি (সাকিব) খেলার জন্য থাকবেন এবং তিনি নিয়মিতভাবে অনুশীলন সেশনে আসবেন। প্রত্যেক ক্রিকেটার ও সবারই নিরাপত্তার বিষয় থাকে। বর্তমান প্রেক্ষাপটের আলোকে সেটা তো দেশকেই নিশ্চিত করতে হবে।”
এছাড়া জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার বলেন,‘সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশের সেরা ক্রিকেটার। দলে নেওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচকরাও ভেবেছি, অনেক ইস্যু ছিল। কারণ তিনি ক্রিকেটারের পাশাপাশি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আমরা সেটা ভেবেছি। তবে তাকে দলে নেওয়া হয়েছে খেলার মেধার ভিত্তিতে। তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রেই এটা হয়। সেটা বিবেচনা করেই তিনি দলে আছে। আগামীতেও যদি আমরা নির্বাচক কমিটিতে থাকি, মেধাকেই গুরুত্ব দেব।’