আইপিএলের সর্বশেষ আসরে চূড়ান্ত ব্যর্থতা দেখে শেষ আটে জায়গা করে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি। এই হতাশাজনক ফলাফলের পর কোচিং স্টাফেও এল পরিবর্তন—বিদায় নিতে হলো প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে জানানো হয়েছে, চন্দ্রকান্ত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নেওয়ায় কেকেআরের কোচ হিসেবে আর থাকছেন না।
২০২২ সালের আগস্টে কলকাতার সঙ্গে পথচলা শুরু হয় চন্দ্রকান্ত পণ্ডিতের। তার অধীনে ২০২৩ সালে দলটি ছিল সপ্তম স্থানে। কিন্তু পরের বছরই, ২০২৪ সালে, কেকেআর জেতে তাদের তৃতীয় আইপিএল শিরোপা। সেই কৃতিত্বের জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। ২০২৩ সালের আশানুরুপ ফলাফল না আসার পরে ম্যানেজমেন্ট বেশকিছু পরিবর্তন এনেছিলো। ঠিক পরের বছর মানে ২০২৪ সালের আইপিএল আসরেই বাজিমাত করেন শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর। ২০২৪ সালের আইপিএলে কেকেআর ছিল অপ্রতিরোধ্য। কোনো দলই যেন থামাতে পারছিলো না সেই কেকেআর কে। এই ট্রফি জয়ের কৃতিত্বের একটা বড় ভাগ অবশ্যই পন্ডিতের।
যদিও ২০২৫ সালের আইপিএলে সেই জৌলস হারিয়ে ফেলে কেকেআর। প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দলটি। ২০২৫ সালের কেকেআর দলেও ছিল বেশকিছু পরিবর্তন। সবথেকে বড় পরিবর্তন ছিল তাদের অধিনায়কত্বে। ২০২৫ সালে তাদের অধিনায়ক ছিল অজিংকা রাহানে। শ্রেয়াস আইয়ার কে কেকেআর ছেড়ে দেয়ার পরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন তিনি।
দলের বিবৃতিতে বলা হয়, “২০২৪ সালের শিরোপা জয়ে তার অবদান এবং দলের ভিত্তি মজবুত করার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার নেতৃত্ব ও শৃঙ্খলার প্রভাব ছিল অসাধারণ। ভবিষ্যতের জন্য তার প্রতি রইল শুভকামনা।”
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতের ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পরিচিত মুখ পণ্ডিত আবারও মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে ফিরতে পারেন। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















