চার হাফ-সেঞ্চুরিতে ক্যারিবীয়দের ৩২২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন বাংলাদেশের চার ব্যাটার। অবশ্য দলীয় রানে ওপেনার তানজিদ হাসান তামিম ও ওয়ান ডাউনে খেলতে নামা লিটন দাস ব্যক্তিগত শূন্য রানে আউট হয়েছেন।

দলীয় ৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী মিরাজ। সৌম্য ব্যক্তিগত ৭৩ ও মিরাজ ব্যক্তিগত ৭৭ রানে আউট হওয়ার পর আফিফ হোসেন বেশি সময় ক্রিজে টিকতে পারেন নি। আউট হয়ে ব্যক্তিগত ১৫ রানে। পরে ৫ম উইকেটে ১৫০ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহতে ৩২১ রানে নিয়ে যান।

বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮৪ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ ৬৩ বল খেলেন। তার ইনিংসে ছিলো ৭ বাউন্ডারি ও চারটি ছক্কার মার। জাকের আলী অনিকের ব্যাটে আসে অপরাজিত ৬২ (৫৭ বল) রান। এছাড়া মিরাজ ৭৭ ও সৌম্য করেন ৭৩ রান।

Exit mobile version