ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের ডিভোর্স শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর টি-শার্ট। আদালতে উপস্থিত ছিলেন চাহালি এক কালো টি-শার্টে, যার বুকে মোটা অক্ষরে লেখা ছিল—‘বি ইউর ওন সুগার ড্যাডি’। এই চমকপ্রদ পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে।
অনেকে মনে করছেন, এটি সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মাকে উদ্দেশ্য করে সূক্ষ্ম খোঁচা। তবে ধনশ্রী নিজে বিষয়টি সহজে মেনে নিতে পারেননি। এক পডকাস্টে তিনি বললেন, “ডিভোর্স কোনো উদযাপনের বিষয় নয়। এটি দুজনের বিষয় নয়, পরিবারের সঙ্গেও জড়িত—যারা সত্যিই আপনাকে ভালোবাসে ও চিন্তা করে।”
ধনশ্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “বিয়ে ভালোবাসা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় অবিশ্বাসে। রায় ঘোষণার সময় আমি ভেঙে পড়ি—সবার সামনে কান্না থামাতে পারিনি। চাহালের টি-শার্টের বিষয় তখনও জানতাম না। আমি পেছনের দরজা দিয়ে বেরিয়েছিলাম, মিডিয়ার মুখোমুখি হতে চাইনি, গাড়িতে বসে শান্ত হওয়ার চেষ্টা করছিলাম।”
শেষ পর্যন্ত ধনশ্রী নিজেকে সান্ত্বনা দিয়েছেন, “এক সময় মনে হলো, এসব ভেবে কেন কাঁদছি? সবই শেষ হয়ে গেছে, ছেড়ে দাও। সেই মুহূর্তটাই আমাকে শক্তি দিয়েছে সামনে এগিয়ে যেতে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















