চোখের চিকিৎসা করাতে আজ রাতে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আগেই জানিয়েছিলেন গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন। বিপিএল শুরুর কিছুদিন আগে সে সমস্যাটা আরো বেড়েছে সাকিবের। তাইতো রংপুরের হয়ে অনুশীলন করেছেন চশমা পরেই।
অনুশীলন করতে নেমে ব্যাটিং স্ট্যান্স পরিবর্তন করতে হয়েছে সাকিবকে। এমনকি মাথা বেশি ঝুঁকিয়ে দিয়ে বল দেখার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। আর এতে করেই চাপ বাড়ছে তাঁর কাঁধে।
কেউ যদি ব্যাপক মানসিক চাপের মধ্যে থাকে সেক্ষেত্রে তাঁর চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ যেহেতু সরাসরি মস্তিস্কের সাথে যুক্ত তাই সেখানে স্ট্রেস হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এতে করে দৃষ্টিশক্তি বাধাগ্রস্থ হয়। সাকিব এই সমস্যাতেই ভুগছেন।
অবস্থা দিনকে দিন খারাপের দিকে যেতে থাকায় চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। আজ রাতেই লন্ডনের বিমান ধরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এতে করে তাঁর বিপিএলের প্রথম ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপিএলে আগামী ২০ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিবের দল।