বিপিএলর ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে চিটাগং কিংসকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে নুরুল হাসান সোহানের দল। মিরপুরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রানে থামে রংপুরের দলটি।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন টেলরকে হারায় তারা। ৭ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই শুন্য রানে শরিফুল ইসলামের বলে বোল্ড তিনি।
আর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন সাইফ হাসান। শুরুতেই দুই উইকেট হারিয়ে ওপেনার সৌম্যর সঙ্গে জুটি গড়ে রংপুরকে এগিয়ে নেন ইফতিখার আহমেদ। তবে দলীয় ৬১ রানের মাথায় সৌম্য ২৩ রানে সাজঘরে ফিরে যান।
এরপর দ্রতই বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও ইরফার শুকুর। নুরুল হাসান ৯ ও শুকুর ১ রান করে ফেরেন। ১২.২ ওভারে দলীয় ৬৮ রানে ৫ উইকেটে হারিয়ে চাপে পরে রংপুরের দলটি।
কিন্তু দলের বিপদের মাঝেও হাত খুলে ব্যাটিং উপহার দেন ইফতিখার। ৩৭ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এসময় তাকে সঙ্গ দেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত তাদের জুটি অপরাজিত থাকেন। ইফতিখার আহমেদ ৪৭ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। এছাড়া মেহেদী হাসান ২০ বলে তিন বাউন্ডারিতে ২২ রান করেন।
ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রানে থাকে রংপুর রাইডার্স। বল হাতে চিটাগং কিংসের হয়ে খালিদ আহমেদ ৪ ওভারে ৪৪ রানে নেন দুটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও শামিম হোসেন একটি করে উইকেট নেন।