চুক্তির মেয়াদ বাড়ালেন ‘পেস বোলিং মেন্টর’ অ্যান্ডারসন

ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন বর্তমান পেস বোলিং মেন্টর জেমস অ্যান্ডারসন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ পর্যন্ত কাজ করার কথা ছিলো তার। এবার সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে তিনি কাজ করবেন পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত।

শ্রীলঙ্কার সাথে তৃতীয় টেস্ট চলাকালীন সময় স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি শীতকালে পাকিস্তান এবং নিউজিল্যান্ডে যেতে চাই। এর পরে কি করবো তা নির্দিষ্ট করা নেই।’

মোট ১৮৭ টি টেস্ট খেলেছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে।

Exit mobile version