চূড়ান্ত হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গণি মডেল উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

জগন্নাথ হল মাঠে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান স্কোরবোর্ডে বোর্ডে তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬২* রান করে আরিফুল। জবাবে ব্যাট করতে নেমে ধীর শুরু করায় রানের তাগিদে ৩৫.৩ ওভারে ১৪৯ রানে অলআউট হওয়ায় ১০৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের রুমানের ১১১ রানের ইনিংসের ওপর ভর করে ২৫২ রান করে। যদিও ৪৭.৫
ওভারে সবকটি উইকেট হারায় তারা। জবাবে দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের হাসনাইনের ৬৪ রান প্রতিরোধ গড়তে না পারায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৮৫ রানের জয় পায়

মিরপুরের সিটি ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। ৪৭.১ ওভার খেলে ২০৮ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বাধিক ৫৭ রান আসে মেহেদির ব্যাট থেকে। তাড়া করতে নেমে টানটান উত্তেজনার ম্যাচে সিফাতের হার না মানা ৫৭* রানের ইনিংস দলের জন্য ছিনিয়ে আনে ২ উইকেটের জয়।

প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে ঢাকার আগানগর উচ্চ বিদ্যালয়কে মাত্র ৭৭ রানে গুটিয়ে দিয়ে আবরার-মাহফুজুরের ওপেনিং জুটি দলকে ১০ উইকেটের সহজ জয় এনে দেয়।

আগামী ২৩ তারিখ নির্ধারিত এই চারটি মাঠেই অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল।

Exit mobile version