বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আগামী আইপিএল মেগা নিলামে ছাড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাঁচ খেলোয়াড় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।
তারা হলেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে এবং লঙ্কান পেসার মাতিশা পাতিরানা। এনডিটিভি অনুযায়ী, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলকেও ধরে রাখবে তারা, ফলে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছাড়তে যাচ্ছে।
আইপিএল নিয়ম অনুযায়ী, এক ফ্র্যাঞ্চাইজি ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন আজ, ৩১ অক্টোবর। ধোনির ক্ষেত্রে বিশেষ নিয়মে তাকে ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে, কারণ তিনি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাই দলটি এই ছয়জনকে রাখলে তাদের নিলামে যাওয়ার বাজেট সীমিত হয়ে পড়বে, কারণ এই খেলোয়াড়দের ধরে রাখায় চেন্নাইয়ের বাজেটের প্রায় ৭৫ কোটি রুপি খরচ হবে।
নিলামে মোস্তাফিজকে কেনার সুযোগ চেন্নাইসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির রয়েছে। পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস বা নতুন দলগুলোর কেউ আগ্রহ দেখাতে পারে। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মোস্তাফিজের ইকোনমি রেট ছিল ৯.২৬। আগামী আইপিএল মেগা নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে, তবে নিলামের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।