সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ দল। কুঁচকির চোটের কারণে শারজায় আজ অনুষ্ঠিতব্য সিরিজ নির্ধারণী ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজটি ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি কার্যত এক ফাইনালে রূপ নিয়েছে, যেখানে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন নাজমুল। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান, যা তাঁকে শেষ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এমআরআই রিপোর্টে চোটের গুরুত্ব নিশ্চিত হওয়ায় নাজমুলের আজকের ম্যাচে অংশগ্রহণ সম্ভব নয়। এমনকি ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও তিনি অনিশ্চিত।
এমন পরিস্থিতিতে নাজমুলের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলবে। কুঁচকির চোটটি গুরুতর না হলেও সম্পূর্ণ সুস্থ হতে সাধারণত এক সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। টিম ম্যানেজমেন্টের ধারণা, দ্রুত মাঠে ফিরে আসতে গিয়ে এই চোটের অবস্থার অবনতি ঘটতে পারে, তাই তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সিরিজের প্রথম ম্যাচে আঙুলের চোটে মুশফিকুর রহিমও ছিটকে গেছেন পরবর্তী ম্যাচগুলো থেকে। মুশফিক ও নাজমুলের অনুপস্থিতিতে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য কিছুটা সংকটের মুখে রয়েছে।