চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ওয়ানডেকে বিদায় নবীর

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এবং জনপ্রিয় অলরাউন্ডার মোহাম্মদ নবী আগামী চ্যাম্পিয়নস ট্রফি খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে (ওয়ানডে) বিদায় জানাবেন। বয়সের কাঁটা ৪০ ছুঁই ছুঁই, চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনই পেরোবেন এই মাইলফলক। নবী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন, পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নসিব খান বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর আফগানিস্তানের হয়ে ১৫ বছরে ১৬৫টি ওয়ানডে খেলে ৩৫৪৯ রান এবং ১৭১টি উইকেট শিকার করেছেন নবী। ওয়ানডেতে আফগানিস্তানের শীর্ষ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেট শিকারীর তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে নবী গুরুত্বপূর্ণ ৮৪ রানের ইনিংস এবং নাজমুল হোসেনের উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

নবীর ওয়ানডে অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নসিব খান বলেন, “হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। সে বোর্ডকে জানিয়েছে তার কথা, এবং আমরাও তার সিদ্ধান্তকে সম্মান জানাই।”

২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া নবী, চ্যাম্পিয়নস ট্রফির পরও টি–টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তিনি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেবেন। এই টুর্নামেন্টে নবীর পুত্র হাসান এইশাখিলের সঙ্গে একসঙ্গে খেলার সুযোগ থাকাও আশাব্যঞ্জক।

মোহাম্মদ নবী আফগানিস্তানের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

Exit mobile version