২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও ভারতীয় দল পাকিস্তানে অংশ নেবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পিটিআইয়ের তথ্যমতে, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই প্রস্তাবে ভারতের ম্যাচগুলো দুবাই বা শারজায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি জানিয়েছে, পিসিবি সম্পূর্ণ টুর্নামেন্ট পাকিস্তানেই করতে আগ্রহী এবং হাইব্রিড মডেলের খবরকে ‘ভিত্তিহীন’ বলছে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক হিসেবে পিসিবি ভারতকে ভিসা ও দ্রুত ফেরার সুযোগ দিয়ে আপ্যায়নের প্রস্তাব দিয়েছে। তবে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে ভারতের সরকারের অনুমতির অপেক্ষায়। দ্বিপাক্ষিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৮ সালের পর ভারতীয় দল পাকিস্তানে সফর করেনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) সম্প্রতি জানিয়েছে, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে হাইব্রিড মডেল একটি বিকল্প হতে পারে। পিসিবি এ বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনায় রয়েছে এবং অস্থায়ী সূচি চূড়ান্ত করতে তাগিদ দিচ্ছে। তাদের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ এবং ৯ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
