চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ফেব্রুয়ারিতে। টুর্নামেন্ট শুরুর তারিখ যত এগিয়ে আসছে জটিলত ততই বেড়ে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একগুয়েমিতায় টুর্নামেন্ট তারা উজ্জ্বলতা হারিয়ে চলেছে। ভারতের একগুয়েমিতার কারণে আয়োজক হয়েও পাকিস্তান তার দেশ সব ম্যাচ আয়োজন করতে পারছে না। ভারতের ম্যাচের জন্য নিরপেক্ষ দেশকে বেছে নিতে হয়েছে।
এদিকে নতুন আর জটিলতা শুরু করেছে ভারত। টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়কদের নিয়ে যে ফটোশুট করা হয় তা এবার হচ্ছে না। ভারতের অধিনায়ক পাকিস্তান সফরে যাবেন না। ফলে ফটোশুটের বিষয়টি বাদ দিতে হচ্ছে। অথচ ১৯৯৬ সাল থেকে অধিনায়কদের ফটোশুট নিয়মিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে অধিনায়কদের ফটোশুট হয়নি।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা আইসিসি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে টুর্নামেন্ট শুরু হবে। তবে তিনদিন আগে ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা অনুষ্ঠান করবে। এ অনুষ্ঠানটি আইসিসির সহযোগিতায় অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে আইসিসি’র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।