সব জটিলতা দূর করে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের দাবি অনুসারে তাদের সব ম্যাচ নিরপেক্ষ ভেনু্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি ও আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মোবারকের মধ্যে বৈঠক শেষে এটি চূড়ান্ত হয়। আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারত মুখোমুখি হবে।
বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। করাচিতে ১৯ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেট দর্শকের স্বার্থ চিন্তা করে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশের তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
পাকিস্তান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে। এ ম্যাচের তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের দুই সেমিফাইনালের তারিখ ৪ ও ৫ মার্চ। ৯ মার্চ ফাইনাল। ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অন্যথায় ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে।