সব আলোচনা, সব জটিলতা আর নাটকীয়তা শেষ। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ঘোষণা করা হয়েছে। যে দুই দলের কারণে এতটা জল ঘোলা সেই দুই দল ভারত ও পাকিস্তান একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই চার দল নিয়ে গড়া হয়েছে ‘এ’ গ্রুপ। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
নিয়ম অনুসারে আরো অনেক দিন আগে সূচী ঘোষণার করার কথা ছিল। কিন্তু ভারতের হাইব্রিড মডেল প্রস্তাবের কারণে সব থমকে ছিল। শেষ পর্যন্ত সবকিছুর অবসান হয়েছে। ১৯ ফ্রেবুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধন হবে। পরের দিন বাংলাদেশের ম্যাচ। ভারতের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে।
৮ দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ১৫টি। ২ মার্চ গ্রুপ পর্ব শেষ হবে। ৪ ও ৫ মার্চ দুই সেমিফাইনাল। ৯ মার্চ ফাইনাল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সূচী
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি