দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের পছন্দের ওয়ানডে ফর্মেটের এই ক্রিকেট মহারণ। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপার স্বপ্ন দেখছে টাইগাররা।
অবশ্য বাংলাদেশে কেমন করবে সেরা সময়ই বলে দেবে। তবে একটি জায়গায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর দল। চ্যাম্পিয়নস ট্রফি খেলার অভিজ্ঞতা আছে-এমন ক্রিকেটারের সংখ্যায় শীর্ষে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার এই দলে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা আছে সাত ক্রিকেটারের। সেই তালিকায় আছেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড। তাদের মধ্যে ম্যাক্সওয়েল ও স্টার্ক তৃতীয়বারের মতো খেলবেন এই টুর্নামেন্ট।
অভিজ্ঞতার সেই তালিকায় দুইয়ে বাংলাদেশ দুইয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের এমন ক্রিকেটারের সংখ্যা ছয়। ২০১৭ সালে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা ওই দলের সদস্য ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের পরেই আছে ভারত। দলটির পাঁচজন ক্রিকেটার আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। তারা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। যাদের মধ্যে কোহলি ও রোহিত খেলতে যাচ্ছেন তৃতীয়বার।
আর স্বাগতিক পাকিস্তান আছে চারে! যারা চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। তবে অন্তত একটিতে খেলেছেন, এমন তিনজন করে ক্রিকেটার আছেন চারটি দলে।
যেখানে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন তৃতীয় ও টম ল্যাথাম-মিচেল স্যান্টনার খেলবেন দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানেরও তিনজন আছেন। পাকিস্তানের বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফ দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। এছাড়া এমন অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের তিনজনের। তারা হলেন জো রুট, জস বাটলার আদিল রশিদ।
