চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাইনাস ভারতের কথা ভাবছে পাকিস্তান


আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরম আকার নিয়েছে। ভারত সরকার তাদের ক্রিকেট দল পাকিস্তান পাঠাবে না জানানোর পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষোভে ফুঁসছে। এখন তারা ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা করছে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্তও নিতে পারে পিসিবি।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের জন্য আজ সুচি ঘোষণার কথা ছিল। কিন্তু ভারত পাকিস্তানে না যাওয়ার কথা জানানোর পর সূচি ঘোষণা স্থগিত করা হয়েছে।

একটা সূত্র জানিয়েছে, ভারত পাকিস্তানে না আসার একগুয়েমি সিদ্ধান্তে ধরে রাখায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘মাইনাস ভারত’ ফর্মূলার কথা ভাবছে পাকিস্তান। ভারতের ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। আইসিসিকেও তাদের সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি আইসিসিকে জানিয়ে দেওয়ার কথা ভাবছে।

ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করলে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্ট না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। কেননা, বিশ্ব ক্রিকেটে সম্প্রচার স্বস্ত্বসহ আইসিসির আয়ের বড় অংশ ভারতের বাজার থেকে আসে। সে বিষয়টি মাথায় রেখেছে পিসিবি কর্মকর্তারা। তারা বলেছেন, ক্ষতি শুধু পাকিস্তানের হবে না, ভারতেরও হবে। যে কোনো টুর্নামেন্টে উত্তেজনার পারদে উচ্চতা বাড়াতে ভারত-পাকিস্তান মূখ্য ভূমিকা রাখে। সে বিচারে শুধু ভারত নয়, পাকিস্তানেরও উল্লেখযোগ্য হিস্যা রয়েছে।

২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সে সময় ভারতের একগুয়েমির কার হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান। ভারত সরকার চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে খেলতে চায়। নিজেদের ম্যাচগুলো তারা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আগ্রহী। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার তাদের দাবি মানতে রাজি নয়।

Exit mobile version