কয়েকদিন পরই শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দল দুটি। বিকাল তিনটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
দুইদিন আগেও একবার পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সিরিজের গ্রুপ পর্বের ম্যাচ ছিল সেটি। সে ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এই হারের পাকিস্তানের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে যায়। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান ফাইনালে জায়গা করে নেয়। দক্ষিণ আফ্রিকাকে হারানোর মাঝ দিয়ে পাকিস্তানের সামনে এবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে।
সুযোগ কাজে লাগাতে পাকিস্তানের বোলার ও ব্যাটারদের এক সঙ্গে জেগে উঠতে হবে। ব্যাটাররা দারুণভাবে জেগে ওঠেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা অসাধারণ ব্যাটিং করেছেন।
ম্যাচের আগে পাকিস্তানের ডেথ বোলিং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি ম্যাচেই শেষ দিকে বোলাররা দলকে হতাশ করে চলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ৬ ওভারে তারা ৯৮ রান দিয়েছিল। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সাত ওভারে তাদের খরচ হয়েছিল ৮৭ রান। ফলে শিরোপা জিততে ডেভ ওভার বোলিং আরো সতর্ক হতে হবে পাকিস্তানকে।
ফখর জামানের ব্যাটিংয়ের ওপর পাকিস্তানের ভবিষ্যত অনেকখানি নির্ভর করবে। সর্বশেষ পাঁচ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ফখর জামানের রান ছিল ৫৭, ১১৪, ৯১, ৫৫* ও ০। প্রথম তিন ম্যাচে পাকিস্তান জয় পায়, শেষ দুই ম্যাচে হারে।
