প্রস্তুতি জোরেশোরেই চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। ২০২৫ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু থেকে শুরু করে গ্রুপিং-সূচি সবই চূড়ান্ত করেছে তারা। বাস্তবতা হলো এখনও বিষয়টি নিয়ে মুখে খোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তাদের ওপর নির্ভর করছে টুর্নামেন্টের সফল আয়োজনের বিষয়টি।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত, অর্থাৎ সেদিন ফাইনাল হবে। যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। গ্রুপপর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
পাকিস্তানে গিয়ে ভারত খেলতে চায়নি বলেই ২০২৩ সালের ‘এশিয়া কাপ’কে হাইব্রিড মডেল আখ্যা দিয়ে শ্রীলঙ্কাকেও যুক্ত করা হয়েছিলো। এই কারণে উদ্বোধনী ম্যাচসহ টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হওয়ার পর বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে। অবশ্য এশিয়া কাপের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র টুর্নামেন্ট। ফলে পাকিস্তান এখানে নির্ভরতা পাচ্ছে।
তবে বিসিসিআই না চাইলে আইসিসি কি পদক্ষেপ নেয় সেটিও বড় প্রশ্ন। কেননা ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল শ্রীলঙ্কায় গিয়ে খেলেনি। সেই সময় নিরাপত্তার ইস্যুটিকে সামনে এনেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড)।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্টকে সামনে রেখে ট্রফির সম্ভাব্য সূচি আইসিসি’র কাছে পাঠালো আয়োজক দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ রেখেছে পিসিবি।
‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ম্যাচের জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। এর মধ্যে সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে। করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতে।’
তিনি আরও বলেন, ‘একটি সেমিফাইনাল হবে করাচিতে। রাওয়ালপিণ্ডিতে অপর সেমিফাইনাল রাখা হয়েছে। ফাইনাল হবে লাহোরে। ভারত সব ম্যাচ লাহোরে খেলবে। এ ছাড়া তারা যদি সেমিফাইনালে ওঠে, তাহলেও সেই ম্যাচটিও লাহোরে খেলা হবে।
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।