আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারের অর্থের পরিমাণ ঘোষণা করেছে। আগামী ৯ মার্চ ফাইনালে জয়ী দল ২.২৫ মিলিয়ন ইউএস ডলার অর্থ পুরস্কার পাবে। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে ১.১২ মিলিয়ন ইউএস ডলার। সেমিফাইনালে হারা দুই দলের প্রত্যেকের একাউন্টে জমা হবে ৫ লাখ ৬০ হাজার ডলার। এবারের প্রতিযোগিতায় মোট ৬৯ লাখ ডলার প্রাইমজানি দেওয়া হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর থেকে এই পুরস্কারের পরিমাণ ৫৩ ভাগ বেশি।
এবারের প্রতিযোগিতায় পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল তিন লাখ ৫০ হাজার ডলার পাবে। সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দলের জন্য থাকবে ১ লাখ ৪০ হাজার ডলার সম পরিমাণ প্রাইজমানি।
একটা দল যদি কোনো ম্যাচ নাও জিততে পারে তাহলে শুধুমাত্র অংশ গ্রহণের জন্য এক লাখ ২৫ হাজার ডলার নিয়ে বাড়ি ফিরবে।
এবারের প্রতিযোগিতায় পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের তিন শহর করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। অংশ নেওয়া আট দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
