পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক বৈরিতা যেমন খেলার মাঠেও তেমন। এই বৈরিতার কারণে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা কাটছেই না। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ভারত জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এমন তথ্য ভিত্তিহীন। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে বাধ সেধেছে ভারত। তারা নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানে যেতে চায় না। কিন্তু পাকিস্তান নিজেদের দেশেই ট্রফি আয়োজন করতে চায়। সে জন্য ভারতকে বিশেষ সুবিধাও দিতে চেয়েছে। ভারতের ম্যাচগুলো সীমান্তবর্তী এলাকার স্টেডিয়ামে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। যাতে করে ভারত ম্যাচ শেষ করেই দেশে ফিরে যেতে পারে। তাদের দর্শকদের দ্রুত ভিসার ব্যবস্থার আশ্বাসও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতের একটা সংবাদ মাধ্যম জানিয়েছে, টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান হাইব্রিড মডেলে আয়োজন করতে চায়। ভারতের ম্যাচগুলো দুবাই ও শারজায় করতে চায় পাকিস্তান। তবে পাকিস্তানের একটা সূত্র জানিয়েছে, হাইব্রিড মডেলের কথা তারা ভাবছেই না। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পাকিস্তানেই খেলা হবে। অন্য কোথাও ম্যাচ আয়োজনের কথা পাকিস্তান ভাবছে না।
এদিকে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান সফরের বিষয়ে তারা সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। সরকারের সিদ্ধান্তের বাইরে তারা যাবে না। রাজনৈতিক বৈরিতা ও নিরাপত্তার কারণে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত কখনো পাকিস্তান সফরে যায়নি। আইসিসির টুর্নামেন্টে উভয় দল নিয়মিত মুখোমুখি হয়। গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
গত মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হতে পারে।
এদিকে দ্রুত সূচী ঘোষণার তাগিদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি আগামী সপ্তাহের মধ্যে সূচী ঘোষণা করা হোক। সূচী ঘোষণার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে পিসিবি আইসিসির দ্বারস্থ হয়েছে। তারা বলছে, সরকারের অনুমতি পাওয়া কিংবা পাকিস্তানে দল পাঠাবে না-এ বিষয়ে বিসিসিআইয়ের কাছে লিখিত চায় পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থায়ী সূচী অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল হবে ৯ মার্চ। সুচী অনুসারে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১ মার্চ। নিরাপত্তা ও অন্যান্য কারণে এই সুচীতে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে।
প্রস্তাবিত সূচীতে আটটি দলকে দুইভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।