আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিপাকে ভারত। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ঘাম ছুটে যাওয়ার অবস্থা হয়েছে সংস্থাটির। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার সংস্থাগুলোর হুমকিতে এমন অবস্থা আইসিসির।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তি ভারত টুর্নামেন্টে অংশ নিলেও পাকিস্তানের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ সিদ্ধান্ত আগেই আয়োজক পাকিস্তান ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানিয়েছে। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে টুর্নামন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন।
ভারতের চাপের কারণে পাকিস্তান এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করেছিল। টুর্নামেন্টের ভারতের খেলা ভিন দেশে আয়োজন করেছিল। কিন্তু এবার আয়োজক পাকিস্তান বেঁকে বসেছে। কোনো হাইব্রিড মডেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। প্রয়োজন হলে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে। আর এতেই বিপাকে আইসিসি।
পাকিস্তানের অনড় অবস্থানের কারণে আইসিসি লাগাতার আলোচনা করে চলেছে। পাকিস্তান সংবাদ মাধ্যমের দাবি এখনো কোনো সুরাহা হয়নি, বরং পাকিস্তান নিজ দেশে আয়োজনের পরিকল্পনায় অনড়।
এদিকে, সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। সূচী প্রকাশের বিষয় রয়েছে। এমন সময় মঞ্চে ঢুকে পড়েছে সম্প্রচারকারী সংস্থাগুলো। তাদের দাবি একটাই যেভাবে হোক ভারত-পাকিস্তান ম্যাচ রাখতে হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থাগুলো আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় মনোভাবের পাশাপাশি সম্প্রচার সংস্থাগুলোর দাবিতে চাপে আইসিসি।