চ্যাম্পিয়ন্স ট্রফি; পাকিস্তানের অনড় অবস্থানে চাপে ভারত

২০১৭ সালের ১৮ জুন লন্ডনের ওভালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তা উঁচিয়ে ধরেছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ।

রাজনীতির পাশাপাশি ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিনের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সেই বৈরিতা বেড়েছে বহুগুনে। ক্ষমতার দাপটে এতদিন পাকিস্তানকে চাপে রাখলেও বর্তমানে নাজুক অবস্থায় ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দৃঢ়তায় এখন ভারতের মুখ রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু চলমান মাসের শুরুতে ভারত জানিয়ে দেয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে তারা পাকিস্তানে যাবে না।

পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপেও একই দাবি তুলেছিল ভারত। সে সময় ভারতের দাবি মেনে নিয়ে হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপের আয়োজন করেছিল পাকিস্তান। এবার সে পথে হাঁটছে না দেশটি। ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করে আইসিসি’র কাছে ব্যাখ্যা দাবি করেছে। ভারত কি কারণে পাকিস্তান সফরে আসতে চায় না তার ব্যাখ্যা চেয়েছে পিসিবি।

এ ব্যাপারে পিসিবি চেয়ার‌ম্যান বলেন, যদি ভারতের পাকিস্তানে আসতে কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমরা তাদের সমস্যা সমাধান করবো। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ভারতের পাকিস্তানে না আসার কোনো কারণ নেই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেন, আমাদের কাছে পাকিস্তানের গর্ব ও সম্মান সবার আগে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের দেশে হবে, কোনো হাইব্রিড মডেলে নয়। যদি ভারতের কোনো সমস্যা থাকে তাহলে তারা আমাদের বলতে পারে, আমরা তার সমাধান করবো। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। আমরা এখন আইসিসি সূচী ঘোষণার অপেক্ষায় রয়েছি।

আগামী ১ ডিসেম্বর ভারতের জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হচ্ছেন। সে সময়ে সমস্যা আরো জটিল হবে কিনা এমন প্রশ্নে পিসিবি চেয়ারম্যান বলেন, বিষয়টি এমন নয়, প্রত্যেক বোর্ড স্বাধীন। প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। আমার বিশ্বাস আইসিসি অবশ্যই তার সুনামের বিষয়টি খেয়াল রাখবে। কেননা আইসিসি বিশ্বের সব ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করে।

Exit mobile version