চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। হুমকি আর পাল্টা হুমকি চলছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। আয়োজক দেশটির নাম পাকিস্তান হওয়াতেই সব সমস্যা তৈরি হয়েছে। চির প্রতিদ্বন্দ্বী দল ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না। তাদের দাবি হাইব্রিড মডেলের।
ভারতের প্রস্তাবে আপত্তি পাকিস্তানের। তাদের দাবি তারা আয়োজক তাদের দেশেই সব ম্যাচ হবে। দুই দেশের দুই দাবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থা এখন নাজেহাল।
ভারত এরই মধ্যে তাদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসিকে জানিয়ে দিয়েছে। সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সে সময়েও ভারত একই কাণ্ড করেছিল। সেবার ভারতের প্রস্তাবে সম্মত হয়ে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করেছিল।
হাইব্রিড মডেল অর্থাৎ টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো তৃতীয় কোনো দেশে আয়োজন করা হবে। বাকি ম্যাচ পাকিস্তানে। তবে পাকিস্তান সেভাবে আয়োজনে রাজি নয়। প্রয়োজনে ভারতকে বাদ দিয়ে তারা টুর্নামেন্ট আয়োজন করতে চায়। কিন্তু আইসিসি এমনটা চায় না।ভ
পাকিস্তান এবার নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বদ্ধপরিকর। শেষ পর্যন্ত আইসিসি এতে সম্মত না হলেও তারা চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে বলে হুমকি দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে পাকিস্তান খেলবে না।