চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বড় জয়

গোল উৎসব করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করলো বার্সেলোনা। মঙ্গলবার রাতে একপেশে ম্যাচে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা।
এ ম্যাচে জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস। তবে ম্যাচের অন্য গোলটি বয়েজের আত্মঘাতী।

ম্যাচের আট মিনিটে লেভানদোভস্কির ১-০ এগিয়ে নেয়। ৩৪ চার মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। পেদ্রির জোরাল শট হেড করে ফেরান সফরকারীদের একজন। আলগা বল পেয়ে বাকিটা অনায়াসে সারে ছন্দে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

খেলার ৩৭তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মার্তিনেস। উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। বিরতির পর একই ছন্দে শুরু করা বার্সেলোনা ব্যবধান বাড়ায় ৫১তম মিনিটে। রাফিনিয়ার কর্নারের মার্তিনেসের হেডে বল পেয়ে যান নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন লেভানদোভস্কি।

খেলার ৮১ মিনিটে বয়েজের ভুলেই বাড়ে ব্যবধান। নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহামেদ আলি কামারা। এরপর শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান কুলি। তবে ভিএআরে অফসাইডে গোল বাতিল।

Exit mobile version