বার্বাডোজের কেনসিংটন ওভালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলো ২০২১ এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচে ৩৬ রানের জয় নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেলো অজিরা। আর টেবিলের চারে অবস্থান করছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জবাবে, ৬ উইকেটে ১৬৫ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ইংল্যান্ডকে।
ইংলিশরা প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছিলো। দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে নেমে গেলো জস বাটলারের ইংল্যান্ড। ফলে গ্রুপেই বিদায়ের শংকায় পড়ে গেলো তারা। স্কটল্যান্ড যদি ওমান ও নামিবিয়ার বিপক্ষে জয় পায় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে ইংল্যান্ডের সামনে আর কোন পথ থাকবে না।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন মিচেল মার্শ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার সব ব্যাটার শুরু থেকেই ছিলেন মারমুখি। রান পেয়েছেন টপ অর্ডারের পাঁচজনই। এদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান ডেভিড ওয়ার্নারের। আর সর্বনীম্ন ২৮ রান গ্লেন ম্যাক্সওয়েলের।
ইংল্যান্ডের সাতজন বল হাতে নিলেও কেউই সুবিধা করতে পারেন নি। সর্বোচ্চ দুই উইকেট পাওয়া ক্রিস জর্ডান চার ওভারে দিয়েছেন ৪৪ রান।
২০২ রানের টার্গেটে খেলতে নেমে যেভাবে শুরুর দরকার ছিলো ঠিক সেভাবেই করেছিলেন ফিল সল্ট ও জস বাটলারের উদ্বোধনী জুটি। ৭ ওভারেই তারা তুলে নেন ৭৩ রান। কিন্তু ৮ম ওভারের প্রথম বলেই ২৩ বলে ৩৭ রানে বিদায় নেন সল্ট। দশম ওভারে ফিরে যান অধিনায়ক বাটলারও ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রানে।
পরের দিকে মঈন আলী ১৫ বলে ২৫ রান করে ম্যাচটা জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৫ রানেই শেষ হয় ইংলিশদের ইনিংস।