শ্রীলঙ্কার বিপক্ষে চাপের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সালমান আঘার দল। যদিও এখনও ফাইনাল নিশ্চিত নয়, ট্রফি জেতার পথও অনেকটা বাকি। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ পাকিস্তান শিবির। ম্যাচের নায়ক হুসেইন তালাতে বলেন আর দুটি মাত্র ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে পাকিস্তান।
সুপার ফোরে দুই ম্যাচে একটি জয় নিয়ে ২ পয়েন্টে টেবিলের দুইয়ে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে তিনে আছে বাংলাদেশ। ফলে বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কার্যত সেমি-ফাইনালের সমান হয়ে দাঁড়াচ্ছে। আর সেই ম্যাচে জেতার পাশাপাশি ফাইনাল নিয়েও আশাবাদী হুসেইন তালাত।
তার ভাষায়, “আমরা বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি খেলেছি। দলে এখন অনেক বিকল্প আছে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা ধীরে ধীরে ছন্দে ফিরছি। প্রথম দুই ম্যাচে অনেকে ভালো খেলতে পারেনি, কিন্তু সুযোগ এলে তারা অবশ্যই নিজেদের প্রমাণ করতে চাইবে।
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর পেছনে বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। বল হাতে ৩ ওভারে ১৮ রান খরচায় নেন ২ উইকেট। পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলেন ৩২ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরা তালাত বললেন, “আর মাত্র দুটো ম্যাচ বাকি। যদি আমরা সেগুলো ঠিকভাবে খেলতে পারি, তাহলে ট্রফি জেতা আমাদের হাতের নাগালেই।”
২৯ বছর বয়সী এই ক্রিকেটার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর রহস্যও শোনালেন। ভারতের বিপক্ষে হারের পর সমালোচনায় নাস্তানাবুদ হয়েছিল দল, কিন্তু সেটা কাটিয়ে জয়ের তাড়নাই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানান তিনি। “ওই ম্যাচ হারের পর কারও মনই ভালো ছিল না। লোকজন আমাদের জয় দেখতে চেয়েছিল। সমালোচনা হচ্ছিল প্রচুর, কিন্তু আমরা সেসব পাত্তা না দিয়ে শুধু জয়ের জন্য মনোযোগী ছিলাম। আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















