ছয় দিনের টেস্ট খেলবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

টেস্ট ম্যাচ সাধারণত পাঁচ দিনের হয়ে থাকে। সেটাই নিয়ম। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যে দুই টেস্টের সূচী প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ১৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হয়ে শেষ হবে ২৩ সেপ্টেম্বর। অবশ্য খেলা হবে পাঁচদিন। ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন। ফলে ওই দিন সাধারণ ছুটি থাকবে।

অবশ্য টেস্ট ক্রিকেটে এমন ঘটনা দেখা গিয়েছিলো ২০০৮ সালে বাংলাদেশেই। ২৯ ডিসেম্বর বাংলাদেশের সাধারণ নির্বাচন থাকায় ওইদিন রিজার্ভ ডে রাখা হয়েছিলো।

আবার শ্রীলঙ্কার মাটিতেই ২০ বছরের বেশি সময় পর এমন ঘটনা ঘটতে যাচ্ছে। অর্থাৎ ছয়দিনের টেস্ট খেলতে যাচ্ছে লঙ্কানরা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্ট চলাকালীন লঙ্কানদের স্থানীয় ‘পোয়া ডে’ (পূর্ণিমা) থাকায় ওই দিন খেলা হয়নি।

গত শতাব্দীতে রেস্ট ডে ছিলো নিয়মিত ঘটনা। বিশেষকরে ইংল্যান্ডে ছয়দিনের টেস্ট হতো। রবিবার কোন খেলা হতো না।

Exit mobile version