শেষ ওভারে ম্যাচ জিততে প্রতিপক্ষ দলের দরকার পাঁচ রান। হাতে আছে ছয় উইকেট। এপর্যায়ে ম্যাচ জিতলে হলে ক্রিজে আসা বোলারের লক্ষ্য থাকে কোনোভাবে ছয়টা বলে রান চেক দেয়া। তবে ছয় বলেই ছয়টা উইকেট তুলে নেয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন? এক শব্দে, অবিশ্বাস্য! এমনই অবিশ্বাস্য কান্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মরগান। বিশ্বকাপ চলাকালীন সময়েই গড়লেন ক্রিকেটে এক নতুন রেকর্ড।
অস্ট্রেলিয়ায় গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে প্রিমিয়ার লিগ ডিভিশন-৩ এর ম্যাচে মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিলো সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে মুদগ্রিবা প্রথম ইনিংসে সারফার্সদের ১৭৮ রানের টার্গেট দেয়। ৩৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে ফেলে সারফার্স। হার প্রায় নিশ্চিত হওয়া মুদ্গ্রিবার শেষ ওভারের দায়িত্বটা নেন তাঁদের অধিনায়ক নিজেই। ম্যাচশেষে এনিয়ে তিনি এবিসিকে জানিয়েছেন, ‘নিশ্চিত হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষের জয়সূচক রান হজমের জন্য তরুণ বোলারদের তিনি সামনে ঠেলে দেননি। এর বদলে নিজেই বল হাতে নেন। আর তা করতে গিয়েই ঘটিয়ে ফেলেন অবিশ্বাস্য ঘটনা।‘
এছাড়াও গোল্ড কোস্ট বুলেটিনকে মরগান বলেছেন, ‘চতুর্থ বলেও একজন আউটের পর সবাই আনন্দে লাফাতে শুরু করে। আমি তখন মনে করিয়ে দিই, একটা বাউন্ডারি হলেই কিন্তু আমরা হেরে যাব।’ তবে মরগান নিজেই তাঁর দলকে হারতে দেননি। প্রথম চার ব্যাটসম্যান ক্যাচ আউট হলেও শেষ দুইজনকেই তিনি বোল্ড করেছেন।
পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত এক ওভারে ছয় উইকেটের কোনো ঘটনা নেই। ঘরোয়া ক্রিকেটে ছয় বলে পাঁচ উইকেটের রেকর্ড আছে তিনটি। এর মধ্যে একটি বাংলাদেশের আল আমিন হোসেনের। বিজয় দিবস কাপে ইউসিবি-বিসিবি একাদশের জার্সিতে আবাহনীর বিপক্ষে ছয় বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।