ছেলেদের বিশ্বকাপের শীর্ষ পাঁচ ইনিংস

অপেক্ষার প্রহর শেষে আর মাত্র তিন দিন পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের তারকা খেলোয়াড়রা নিজেদের নাম ইতিহাসের পাতায় লেখার আরো একটি সুযোগ পাচ্ছেন। ভারতের ১০ টি ভেন্যুতে অনুষ্ঠেয় বিশ্বকাপের এবারের আসরে ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিংয়ের রেকর্ড বুকে আগের রেকর্ডগুলো ভেঙে নিজেদের নাম ওঠাতে মুখিয়ে থাকবেন।

ছেলেদের বিশ্বকাপের শীর্ষ পাঁচ ইনিংসঃ

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫) – ১৬৩ বলে ২৩৭* [ওয়েলিংটন, নিউজিল্যান্ড]

২০১৫ সালে এই ওপেনার বিশ্বকাপের আগের সমস্ত রেকর্ড ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি করেন। প্রথম কিউই হিসেবে তিনি আন্তর্জাতিক ওয়ানডেতে ২০০ রান করেন। তাঁর এই ইনিংসে ভর করে সেই ম্যাচ নিউজিল্যান্ড ১৪৩ রানে জয় লাভ করে।

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, ২০১৫) – ১৪৭ বলে ২১৫ [মানুকা ওভাল,ক্যানবেরা]

এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন। সেই ম্যাচে তিনি মারলন স্যামুয়েলসের সাথে ৩৭২ রানের জুটি গড়েন। ইনিংসের দ্বিতীয় বলে ডোয়াইন স্মিথ আউট হওয়ার পর তাঁরা একসাথে ক্রিজে ব্যাটিং তান্ডব চালান। এই বাঁহাতি বিগ হিটার সেই ম্যাচে ১৬ টি ছয় এবং ১০ টি চার মেরেছেন।

গ্যারি কার্স্টেন (দক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাত, ১৯৯৬) -১৫৯ বলে ১৮৮* [রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি]

২০১৫ সালের বিশ্বকাপে মার্টিন গাপটিল এবং ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরির আগে দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ রানের ইনিংস ছিলো গ্যারি কার্স্টেনের নামে। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইনিংসের পুরো ৫০ ওভার ব্যাট করে অপরাজিত ১৮৮ রান করেন। এই ম্যাচে তিনি ১৩ টি চার ও ৪ টি ছয় মেরেছেন।

সৌরভ গাঙ্গুলি (ভারত বনাম শ্রীলঙ্কা,১৯৯৯) -১৫৮ বলে ১৮৩

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ ভারতকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। এর আগে ৯৯ এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮৩ রানের ইনিংসিও ৩১১ ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ। সেই ম্যাচে রাহুল দ্রাবিড়কে নিয়ে ৩১৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি।

স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলংকা, ১৯৮৭) – ১২৫ বলে ১৮১ [করাচি জাতীয় স্টেডিয়াম]

বিশ্বকাপের এক আসরে করা ৫ম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম ধরে রেখেছেন ভিভ রিচার্ডস। ১৯৮৭ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়ের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলো। তবে করাচি স্টেডিয়ামে তাঁর ১৮১ রানের ইনিংসটিই বিশ্বকাপে তাঁর সেরা পারফরম্যান্স হিসেবে পরিগণিত হয়।

Exit mobile version