পার্থ টেস্টে ১ম ও ২য় দিনে পুরো বিপরীত চিত্র দেখলো ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসে যেখানে অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী ভারতীয় দল, অলআউট হয়েছে ১৫০ রানে। সেখানে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ রানে এগিয়ে থাকা ভারতের এখন লিড ২১৮ রানের।
কেবল ভারতের ব্যাটাররাই যে পার্থের ওয়াকা গ্রাউন্ডে প্রথম দিনে লড়াই করেছেন তা নয় অস্ট্রেলিয়াও তার চেয়ে বেশি সমস্যায় পড়েছে। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয়েছে ১০৪ রানে। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষেই পার্থ টেস্টে চালকের আসনে জসপ্রিত বুমরাহ এর দল।
৭ উইকেটে ৬৭ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ (শনিবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করে। আগের দিন যেভাবে মুড়ি মুড়কির মতো করে তারা উইকেট হারিয়েছে আজও তার ব্যতিক্রম হয়নি। মাত্র ৩ রান যোগ হওয়ার পরই দিনের প্রথম উইকেটের পতন হয় স্বাগতিকদের। সব মিলিয়ে ৩৭ রানে তার আজ ৩ উইকেট হারায়।
মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জুটি হয়েছে দশম উইকেটে। ২৫ রানের জুটি জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের। ১১০ বল খেলেছেন তারা। দীর্ঘ সময় উইকেটে থাকার কীর্তিটা স্টার্কের। এই পেসার ১১২ বল খেলেছেন। করেছেন ২৬ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। অন্যরা ছিলেন আসা যাওয়ার পালায়।
ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৮ ওভারে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর বাকি দিনটা পার করেছেন ভারতের দুই ব্যাটার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। রাহুল ৬২ রানে অপরাজিত। জয়সওয়াল ৯০ রানে। রাহুল ১৫৩ বলে ৪ বাউন্ডারিতে তার ইনিংসটি সাজিয়েছেন। আর জয়সওয়াল ১৯৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ইনিংসেটি সমৃদ্ধ করেন।