আলোক স্বল্পতায় তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলা বন্ধ হওয়ায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১১৪ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। আজ ৫ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে লঙ্কানরা।
ওভাল টেস্টের প্রথম দিন ২২১ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। মনে হচ্ছিলো রানের পাহাড় গড়বে ইংলিশরা। গতকাল দ্বিতীয় দিনের সকালের সেশনে মাত্র ৬৪ রানেই ইংলিশদের ৭ উইকেট তুলে নেয় লঙ্কান বোলাররা। শেষ পর্যন্ত দলীয় ৩২৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা।
শ্রীলঙ্কার হয়ে ৩ টি উইকেট নিয়েছেন মিলান রাথনায়েক। এছাড়া ২ টি করে উইকেট নেন ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া ডি সিলভা।
৩ ম্যাচের টেস্ট সিরিজে ২ টিতে জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।