জমে উঠেছে ব্যাটারদের লড়াই

লিডস টেস্ট

হেডিংলিতে ৩১ বছর পর ৯৯ রানে আউট ব্যাটার হ্যারি ব্রুক

জমে উঠেছে ভারত-ইংল্যান্ড লিডস টেস্ট। বাঘে-মহিষে লড়াই চলছে। প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড ৪৬৫ রান করেছে। তৃতীয় দিন শেষ ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে। সব মিলিয়ে সফরকারী দল ৯৬ রানে এগিয়ে রয়েছে।

ভারতের প্রথম ইনিংস তিন সেঞ্চুরিতে সমৃদ্ধ ছিল। যজস্বী জয়সয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থ সেঞ্চুরি করেছিলেন। বিপরীতে ইংল্যান্ডের ইনিংসে সেঞ্চুরির সংখ্যা মাত্র একটা। ওলি পোপ করেছেন একমাত্র সেঞ্চুরিটি। মাত্র ১০৬ রানে শেষ হয় সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে ১০০ রানে অপরাজিত থাকা পোপ তৃতীয় দিনে মাত্র ৬ রান যোগ করার পর আউট হয়ে যান।

দুর্ভাগ্য হ্যারি ব্রুকের। তার খেলা চমৎকার একটা ইনিংস ৯৯ রানে শেষ হয়। প্রায় ৩১ বছর পর এ মাঠে কোনো ব্যাটার ৯৯ রানে আউট হলেন। তবে শেষের দিকের ব্যাটার জেমি স্মিথ (৪০), ক্রিস ওকস (৩৮) ও ব্রায়ডন কার্সির ২২ রানের সুবাদে ইংল্যান্ড জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সমর্থ হয়।

তবে সাফল্যের হাসি হেসেছেন জাসপ্রিত বুমরা। পাঁচ উইকেট শিকার করেছেন। এ নিয়ে ৩১ বছর বয়সী বুমরাহ ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারত ছোট্ট একটা ধাক্কা হজম করে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন জয়সয়াল সেঞ্চুরি করলেও এ ইনিংসে ব্যর্থ হয়েছেন। ইনিংসের শুরুতে বিদায় নেন তিনি। তবে লোকেশ রাহুল ও সাই সুদর্শন দ্বিতীয় উইকেটে সেই বিপর্যয় ভালোভাবে মোকাবেলা করেছেন। ৬৬ রানের জুটি তাদের। সুদর্শন ৩০ রানে আউট হলেও লোকেশ রাহুল ৪৭ রানে অপরাজিত। তার সঙ্গে আছেন অধিনায়ক শুভমান গিল। ৬ রানে আজ মাঠে নামবেন তিনি।

Exit mobile version