জমে উঠেছে সেঞ্চুরিয়ন টেস্ট

ছয় উইকেট পাওয়া মার্কো ইয়ানসেনকে সতীর্থদের অভিনন্দন

জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সেঞ্চুরিয়ন টেস্ট। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১২১ রান, বিপরীতে পাকিস্তানের প্রয়োজন ৭ উইকেট। আবহাওয়া বাগড়া না দিলে আজ ম্যাচের চতুর্থ দিনেই নিষ্পত্তি হবে ম্যাচ।

প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। ২৩৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। বেশির ভাগ ব্যাটারই ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছেন। ব্যতিক্রম ছিলেন শুধু সৌদ শাকিল ও সাবেক অধিনায়ক বাবর আজম। ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে শাকিল ৮৪ রান করেন। অন্যদিকে ব্যর্থতা সীমা থেকে কিছুটা বের হয়ে এসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। করেছেন ৫০ রান। এই দুই ব্যাটারের কৃতিত্বে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করতে সমর্থ হয়।

মার্কো ইয়ানসেন পাকিস্তানের মূল সর্বনাশটা করেন। একে একে ছয় পাক ব্যাটারকে তুলে নেন তিনি। মাত্র ৫২ রানে তার ৬ শিকার।

বিপরীতে প্রথম ইনিংসের তুলনায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুটা আরও বেশি নাজুক হয়েছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২৭ রানে তিন উইকেট হারিয়েছে তারা। একপ্রান্তে দাঁড়িয়ে মার্ক এইডেন দেখছেন সতীর্থদের আসা যাওয়া। ওপেনার টনি ডি জর্জি (২), রায়ান রিকেলটন (০) ও ট্রিস্টান স্টাবস (১) রানে বিদায় নিয়েছেন। মার্করাম ২২ রানে অপরাজিত। সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা (০)।

প্রোটিয়াদের হারানো তিন উইকেটের দুটি নিয়েছেন মোহাম্মদ আব্বাস। অন্যটি খুররম শাহজাদ।

Exit mobile version