বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে ঘিরে প্রস্তুতির তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি আলোচনার কেন্দ্রেও উঠে এসেছে বড় একটি চমক। এবারের আসরে হোস্ট হিসেবে পাকিস্তানের জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার জয়নব আব্বাস কে আনতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি, স্টাইল ও উপস্থাপনার মান তাকে বিপিএলের সম্ভাব্য মুখ হিসেবে আরও আলোচনায় তুলেছে।

গত ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে বিপিএলের নিলাম হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা অনুষ্ঠিত হয়নি। নতুন সূচি অনুযায়ী, এখন ৩০ নভেম্বর বিকেল তিনটায় রেডিসন ব্লুতে হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলাম। নিলাম পেছানোয় মূল আসর শুরুর তারিখ নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। এ অবস্থায় নতুন গুঞ্জন ,২৬ ডিসেম্বর থেকেই শুরু হতে পারে বিপিএলের নতুন আসর। সাধারণত ঢাকায় উদ্বোধন হলেও এবার চট্টগ্রাম বা সিলেটে প্রথম পর্ব আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বিসিবি।

হোস্ট আনার ব্যাপারেও এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বোর্ড। দলগুলো যদিও গত আসরে নিজেদের উদ্যোগে কয়েকজন হোস্ট এনেছিল, কিন্তু বিসিবি এবার পুরো টুর্নামেন্টের জন্য একজন স্বতন্ত্র হোস্ট নিয়োগ দেওয়ার ভাবনায় আছে। সে কারণেই জয়নব আব্বাসের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গেছে।

লাহোরে জন্ম নেওয়া জয়নব আব্বাস পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার নাসির আব্বাস এবং রাজনীতিবিদ আন্দলিব আব্বাসের সন্তান। বার্মিংহামের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও স্ট্র্যাটেজিতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ক্যারিয়ার শুরু করেছিলেন মেকআপ আর্টিস্ট হিসেবে। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে দুনিয়া নিউজের একটি অনুষ্ঠানে সফলভাবে অডিশন দিয়ে অতিথি হিসেবে উপস্থিত হওয়াই তার উপস্থাপনার যাত্রার সূচনা। সেখানে ছিলেন সাঈদ আজমল ও ইমরান নাজিরও।

এরপর ‘ক্রিকেট দেওয়াঙ্গি’সহ দুনিয়া নিউজের বিভিন্ন শোতে নিয়মিত উপস্থাপনা চালান তিনি। একই সময়ে ডন ও দুনিয়া নিউজে ক্রীড়া বিষয়ে লেখালেখিও করেছেন। ২০১৬ সাল থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আবুধাবি টি–১০ লিগের অন্যতম উপস্থাপক হিসেবে পরিচিত তিনি। স্টার স্পোর্টস, সনি ও টেন স্পোর্টসেও কাজ করেছেন। ‘সাওয়াল ক্রিকেট কা’ এবং ‘ভয়েস অফ ক্রিকেট’ নামে দুটি ওয়েব-সিরিজ টক শোও উপস্থাপনা করেছেন, যেখানে বিভিন্ন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন তার অতিথি।

২০১৯ সালে আইসিসি বিশ্বকাপ কভার করতে গিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী ক্রীড়া প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নেন জয়নব। ২০২৩ বিশ্বকাপ কভার করতে ভারতে গিয়ে পুরনো কিছু বিতর্কিত টুইট ঘিরে সমস্যায় পড়লে নিরাপত্তার কারণে দেশ ছাড়তে হয় তাকে। পরে তিনি সেই পোস্টগুলোর জন্য ক্ষমা চান এবং জানান যে, সেগুলো তার বর্তমান মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















