প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে আজ প্রস্তুতি ম্যাচে লিটন দাসের নেতৃত্বে মাঠে নেমেছিলো বাংলাদেশ। সেখানে ২৬ রানের জয় পেয়েছে তাঁরা।
নিউজিল্যান্ডের লিংকনে আগে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকী থাকতেই অলআউট হয় বাংলাদেশ। এর আগে কিউইদের ৩৩৫ রানের বড় টার্গেট দেয় লিটন দাসের দল।
তানজিদ হাসান তামিমকে নিয়ে ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলেন এনামুল হক বিজয়। ২৬ বলে করেন ৩৩ রান। তামিমের ইনিংস থামে ৫৮ রানে। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ৬৩ বলে ৫৫ রান করেন। দলে ফেরা সৌম্য সরকার ৫৬ বল খেলে ৫৯ রান করেছেন।
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন রিশাদ হোসেন। সাতে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১টি চার ও ৪টি ছক্কায়।
জবাবে পাহাড়সম রান তাড়া করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। প্রথম উইকেটটি নেন পেসার হাসান মাহমুদ। এরপর কামিং ২২, ভুলা ৮ এবং সানডে ২৩ রান করে সাজঘরে ফেরেন।
পঞ্চম উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন পপলি ও প্যাটেল। ৯০ বলে ৯২ রান করে অধিনায়ক পপলির বিদায়ে এই দুইজনের জুটি ভাঙে ১৫৬ রানে। শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নিতে একাই লড়াই করে গেছেন প্যাটেল। ৮৯ রান করে তাঁর বিদায়েই মূলত খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
শেষ পর্যন্ত ইনিংসের চার বল বাকী থাকতেই স্কোরবোর্ডে ৩০৮ রান তুলে গুটিয়ে যায় কিউই ব্যাটিং ইনিংস। তাতেই ২৬ রানের জয় পায় টাইগাররা।
এদিন ব্যাটের পর বল হাতেও সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন রিশাদ হোসেন। নিয়েছেন তিনটি উইকেট। এছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৩৩৪/১০ (৪৯.৫ ওভার) রিশাদ ৮৭, সৌম্য ৫৯, তামিম ৫৮, লিটন ৫৫ সিং ৭৩/৪, হার্টসন ৫৭/২
নিউজিল্যান্ড একাদশ : ৩০৮/১০ (৪৯.২ ওভার) পপলি ৯২, প্যাটেল ৮৯, ফিল্ড ৩৩রিশাদ ৫২/৩, আফিফ ১৮/২, হাসান ৩৬/২
ফল : বাংলাদেশ ২৬ রানে জয়ী।