আগামী বছর ২০২৬ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই শেষ হল বছর। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো খেলা নেই বাংলাদেশের।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন লিটন বলেছিলেন, এই সিরিজে দলকে চ্যালেঞ্জে পড়তে এবং তা উতরে যেতে দেখতে চান তিনি। শুরুতে সেই প্রত্যাশা পূরণ না হলেও শেষটা তাকে স্বস্তি দিয়েছে। বিশ্বকাপের দিকেও এখন আশা নিয়ে তাকিয়ে আছেন অধিনায়ক।
লিটন বলেন,‘ প্রথম ম্যাচে আমরা চাপে পড়েছি, কিন্তু কাটিয়ে উঠতে পারিনি। তবে পরপর দুটি ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে পেরেছি। অনেক ইতিবাচক দিক আছে। বিশেষ করে আমরা এই দলটা এত ভালো ফিল্ডিং করি না কখনও। এবার তিনটি ম্যাচে আমরা অনেক দারুণ সব ক্যাচ নিয়েছি। অন্তত ফিল্ডিংয়ের দিক থেকে বলতে পারি, অনেক উন্নতি হয়েছে।’
বিশ্বকাপের আগে দল নিয়ে লিটন বলেন,‘ দল অনেক আগে থেকেই প্রস্তুত (বিশ্বকাপের জন্য), যখন এশিয়া কাপ খেলেছি, তখন থেকেই। আপনি যদি প্যাটার্নটা দেখেন, এই কয়েকটা ক্রিকেটারই খেলছে। তার মানে, বোঝা যাচ্ছে, দলটা আগে থেকেই প্রস্তুত।’
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে আগামী বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















