জয় দিয়ে বিপিএল শুরু করলো ঢাকা

১০ম বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো সর্বোচ্চ চার ও টানা দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা। ম্যাচ শেষে জয়ের হাসি ঢাকার মুখে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা। দলীয় ২৩ রানে অধিনায়ক লিটন দাসের উইকেট হারালে দলটার সাবেক অধিনায়ক ইমরুল কায়েস ও ওয়ানডে ডাউনে খেলতে নামা তৌহিদ হৃদরের পার্টনারশিপে আসে ১০৭ রান। উনিশততম ওভারের দ্বিতীয় বলে দলটার সংগ্রহ ছিলো এক উইকেটে ১৩০।

কিন্তু এরপরই দাপট শুরু হয় ঢাকার বোলারদের। অবশ্য উড়িয়ে মারতে গিয়েই পাঁচ উইকেট হারিয়েছে কুমিল্লা। অবশ্য বিকল্পও ছিলো না। দলীয় সংগ্রহ বাড়ানোর তাগিদ ছিলো কুমিল্লার।

পেসার তাসকিন আহমেদ উনিশতম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে যথাক্রমে ৪১ বলে ৪৭ রান করা তৌহিদ হৃদয় ‍ও ৫৬ বলে ৬৬ রান করা ইমরুল কায়েসকে আউট করেন।

২০তম ওভারে পেসার শরিফুল ইসলামের প্রথম বলে কোন রান না নিলেও দ্বিতীয় ও তৃতীয় বলে দুই ছক্কা হাকান খুশদিল শাহ। কিন্তু চতুর্থ বলেও মারতে গিয়ে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন পাকিস্তানী এই ব্যাটার।

শুধু তাই পরের দুই বলে ক্যারবীয় ব্যাটার রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করে এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক তুলে নেন পেসার শরিফুল ইসলাম।

Exit mobile version