চলতি বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক অস্থিরতায় দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকলেও তা বাংলাদেশই আয়োজন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। তবে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায় বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে এই মেগা টুর্নামেন্টটি আয়োজন করতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর এই তথ্য তাঁদের জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সচিব জয় শাহ। তবে বিসিবি নিশ্চিত করেছে এমন কোনো অনুরোধ বিসিসিআইকে করা হয়নি।
ইন্ডিয়া টুডের সেই প্রতিবেদন অনুযায়ী, জয় শাহ জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের পরিবর্তে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন তিনি।
তবে বিসিবি যে বিসিসিআইকে এমন অনুরোধ করেনি তা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।’