মিরপুর টেস্টে ব্যর্থতার পর নিজেদের লাকি ভেন্যুতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাগরিকায় প্রথম দিনটা হতাশায় কেটেছে স্বাগতিকদের। শান্ত-অঙ্কনদের ভুলে নতুন জীবন পেয়ে স্বপ্ন পুরোণ করেছে দক্ষিণ আফ্রিকার দুই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের বোলারদের হতাশায় রেখে দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান।
অপ্রতাশিত মিরপুর টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজেই চট্টগ্রাম টেস্ট শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কোন চাপ ছাড়াই ব্যাটি করল সফরকারীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে টনি ডি জর্জি ও ট্রিস্টন স্টাবসের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে।
টেস্ট ক্রিকেটে প্রথম দিনে এমন ব্যাটিং নিঃসন্দেহে হেলদি স্কোর। কিছুটা হলেই বাংলাদেশ ব্যাটফুটে রয়েছে। এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সকালে টসের পর জানায়, টস জিতলে তিনিও এমন উইকেটে ব্যাটিং নিতেন।
সাগরিকার উইকেট নিয়ে বাংলাদেশের অধিনায়কের সন্দেহ থাকলেও পোটিয়ার অথিনরায়ক এইডেন মার্করাম কোন ভুল করেনি। ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে ৬৯ রান তোলেন পোটিয়ার দুই ওপেনার। অবশ্য তার আগেই প্রথম সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারের মাথায় পেসার হাসান মাহমুদের করা বলে ওপেনার টনি ডি জর্জির ক্যাচ নিতে পারেনি অভিষিক্ত কিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
জর্জির তখন ব্যক্তিগত রান ৬। জীবন পেয়ে আর কোন ভুল করেনি দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। বাংলাদেশের ভুলে এরপর বেশ সতর্কতার সাথে এগিয়ে যায় দুই ওপেনার। অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৮তম ওভারে ক্যাপ্টেন কার্মরামকে ফেরান এই স্পিনার।
৫৫ বলে দুই বাউন্ডারিদে ৩৩ রান করে বিদায় নেন তিনি। এরপর ট্রিস্টান স্টাবসকে সাথে নিয়ে দারুণ ব্যাটিং উপহার দেন জর্জি। স্বাগতিকদের রিতিমতো হতাশ করে লাঞ্চের পর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জর্জি।
১৪৬ বলে ৮ বাউন্ডারি ও দুই ছক্কায় শতক পূর্ণ করেন। এরপর সতীর্থের সঙ্গে পাল্লা দিয়ে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যায় স্টাবস। বাংলাদেশের বোলারদের হতাশ করে স্টাবস তুলে নেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৯৪ বল মোকাবেলা করে ৫ বাউন্ডারি ও তিন ছক্কায় স্বপ্নময় ইনিংস উপহার দেন।
অবশেষে দিনের শেষ বিকেলে দ্বিতীয় উইকেটের দেখা পায় স্বাগতিকরা। ইনিংসে ৭৩.৪ ওভারে দুর্দান্ত এক স্পিনে স্টাবসকে বোকা বানিয়ে বোল্ড করেন তাইজুল। ফলে ২০১ রানে জুটির সমাপ্তি। প্রথম দিনের খেলা শেষে জর্জি ১৪১ ও বেডিংহ্যাম ১৮ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। প্রথম দিন ৮১ ওভারের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৩০৭ রান।
বাংলাদেশের বোলাররা আর কোন উইকেট পায়নি। তবে প্রথম দিনের খেলা ৯ ওভার আগেই শেষ হয়। বল হাতে তাইজুল নেন দুটি উইকেট।