জাকের আলিকে ভারত সিরিজে দলে রাখার ব্যাখ্যা বিসিবির

আগামী রবিবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেই সিরিজকে সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সিরিজের সদস্যদের মধ্যে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।

তাঁর বদলে দলে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে ডাক পেয়েছেন জাকের আলি অনিক। হঠাৎ শরিফুলের বদলে জাকেরকে নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার।

দল ঘোষণার পর দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘জাকের আলি অনিকের বিষয়টা… আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটসম্যান বাড়িয়েছি।’

ঘরোয়াতেও পরীক্ষিত ক্রিকেটার জাকের মনে করেন হান্নান,‘আমাদের সবগুলো পরিকল্পনায় (শাহাদাত হোসেন) দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যে ম্যাচগুলো খেলেছে তখন সাকিব বা মুশফিকের কেউ একজন সবসময় ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল, তখন ম্যাচগুলোতে দীপু সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। আমি বলব না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে।’

Exit mobile version