জাকের আলীর দৃঢ়তায় ফলো অন এড়িয়েছে বাংলাদেশ

আগের দিন দ্রুত দুই ওপেনার বিদায় নেওয়ায় বাংলাদেশের সামনে ফলো অনের শঙ্কা জেগেছিল। তবে তৃতীয় দিন মমিনুল হক ও জাকের আলীর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে সেই শঙ্কা থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। নর্থ সাউন্ডে শুক্রবার শুরু হওয়া প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ১ উইকেট। ৯ উইকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের করা ৪৫০ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছে।

দুই অপরাজিত ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন। তারা যথাক্রমে ১১ ও ৫ রানে অপরাজিত।

দুই উইকেটে ৪০ রান নিয়ে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। প্রায় সারাটা দিন বাংলাদেশের ব্যাটারদের সামনে ফলো অনের চোখ রাঙানি ছিল। চতুর্থ উইকেটে মমিনুল হক ও লিটন দাসের ওপর ভর করে বাংলাদেশ সেই শঙ্কা থেকে মুক্তির লড়াই চালিয়েছে টাইগাররা। এক পর্যায়ে মাত্র ১৭ রানের ব্যবধানে নির্ভরযোগ্য এই দুই ব্যাটার আউট হলে বাংলাদেশ আবার বিপদে পড়ে যায়।

মমিনুল ঠিক ৫০ রান করেন, লিটন দাসের সংগ্রহ ছিল ৪০ রান। ৫ উইকেট হারিয়ে তখন বাংলাদেশের সংগ্রহ ১৪৫ রান। ফলো অন তখন আরো স্পষ্ট হয়ে যায়। কিন্তু জাকের আলীর দৃঢ়তায় সে যাত্রা থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। ৫৩ রান করেন তিনি। ৮৯ বলে তিনি এ রান করেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ৬৮ রান এনে দেন দলকে। মিরাজ ২৫ রান করেন।

বাংলাদেশের ব্যাটারদের যথেষ্ঠ ভুগিয়েছেন আলঝারি জোসেফ। ৩ উইকেট নিয়েছেন তিনি।

Exit mobile version