‘জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি’ শান মাসুদ

বাংলাদেশের বিপক্ষে হার

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের ক্রিকেটে সমালোচনার ধরন এমনিতেই প্রচণ্ড তীব্র।

সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষক, সংবাদমাধ্যম, বেশ আগ্রাসী থাকেন সবাই। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর পরিস্থিতিটা সহজেই অনুমেয়। সংবাদ সম্মেলনে শান মাসুদকে প্রশ্ন করেন‘এই ধরনের প্রতিপক্ষের কাছে পাকিস্তানকে এভাবে হারতে কখনও দেখিনি’

তবে এমন প্রশ্নে পাকিস্তানের অধিনায়ক বাংলাদেশকে সম্মান জানিয়ে বলেন,‘আমরা এরকম বলতে পারি না যে ‘এই ধরনের প্রতিপক্ষ।’ সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুই টেস্ট ম্যাচেই আমাদের চেয়ে বেশি শৃঙ্খলা ছিল ওদের। আমাদের উচিত নিজেদের দিকে দেখা, আমরা কত ভুল করেছি… অনেক ভুল আমরা করেছি।’

একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে এক পর্যায়ে জাতির কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক। অনুরোধ করলেন দেশের ক্রিকেটের ভালোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে। ‘আগের টেস্টের পরও বলেছিলাম, যখন হারব, ভুল হবে, সেটার দায় নেব। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগের ম্যাচের পরও এটা বলেছিলাম, এখনও বলছি। আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত, কীভাবে দেশের ক্রিকেটের আরও ভালোর জন্য কাজ করতে পারি। যখন ভালো খেলব না, নিজে থেকেই হাত উঁচু করে বলব যে, ভালো করতে পারিনি। তবে এই মুহূর্তে মূল ব্যাপার হলো, আরও ভালো কিছুর জন্য কাজ করা।’

Exit mobile version