বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল নাম সাকিব আল হাসান। ব্যাটে-বলে দীর্ঘদিন ধরে দলের জন্য অবদান রাখার পর কিছুটা আড়ালে চলে গেছেন এই অলরাউন্ডার। রাজনৈতিক ব্যস্ততা এবং দেশের বাইরে অবস্থান করায় জাতীয় দলে তার অনুপস্থিতি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তবুও এশিয়া কাপের আগমুহূর্তে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।
জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা নিয়ে এবার সরাসরি কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি বলেন—দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে আসতে হবে।
সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না। সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।’

তার বক্তব্যে স্পষ্ট, জাতীয় দলে ফেরার পথ এখনও বন্ধ হয়ে যায়নি সাকিবের জন্য। তবে তার জন্য প্রথম শর্ত হলো দেশে ফিরে আসা। নির্বাচন, ব্যক্তিগত ব্যস্ততা কিংবা দেশের বাইরে অবস্থান—এসব ছাপিয়ে মাঠে ফেরা ছাড়া বিকল্প নেই বলেই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি।
বাংলাদেশের জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে খেলা এই অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। এখন দেখার বিষয়-সাকিব নিজের ক্রিকেটীয় অধ্যায়ের শেষটি কোথায় এবং কেমন করে রচনা করতে যাচ্ছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















