জাতীয় দলে ফিরেই হাসলো সাকিবের ব্যাট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের পর জাতীয় দলের হয়ে মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। ব্যক্তিগত কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ এবং প্রথম টেস্ট থেকেও বিশ্রাম নিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে জাতীয় দলে ফেরার আগেই ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন সাবেক এই অধিনায়ক।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজ বাঁচানোর টেস্টে তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে ফেরার পরদিনই ডিপিএলে ব্যাট হাতে রানে ফিরলেন সাকিব। আজ বুধবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেরে তৃতীয় ম্যাচে দারুণ ইনিংস উপহার দিয়েছেন।

দিনের শুরুতে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট করতে নামে। প্রথম উইকেট পতনের পরই ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই বেশ দেখেশুনে এগুতে থাকেন। সময়ের সাথে সাথে নিজের ব্যাটকে করেন আরো শানিত। ৬৫ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৩ রান করে বিদায় নেন তিনি।

Exit mobile version