বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ব্যাট হাতে অনুশীলনে ফিরেছেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার।
গতকাল শনিবার মিরপুরে ইনডোরে অনুশীলনে তাকে দেখা যায়, আজও রোববার পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে মাঠে নেমেছেন তিনি। তার সঙ্গেই ছিলেন কোচ সোহেল ইসলাম, যিনি বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন।
তামিমের জাতীয় দলে ফেরার ইঙ্গিত নতুন নয়। গেল বছরের জুলাই মাসে বিদায়ের ঘোষণা দিয়েও প্রাক্তন প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আচমকাই দল থেকে বাদ পড়েন তামিম, যা বাংলাদেশ ক্রিকেটে তীব্র বিতর্কের সৃষ্টি করে। সর্বশেষ তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সম্প্রতি বিসিবিতে পরিবর্তনের হাওয়ায় তামিমের ফেরার সম্ভাবনা আবারও আলোচনায় এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। এই সম্ভাবনার মধ্যেই তাকে মাঠে ফিরে দেখা গেছে, যা সমর্থকদের মাঝে আশার সঞ্চার করেছে।
তামিমের অনুশীলনে ফেরা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ এক বার্তা। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাটার তার ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। তার উপস্থিতি শুধু দলকে শক্তিশালী করবে না, তরুণ খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।