জানা গেলো বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সময়

আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পরবর্তী আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই লিগের একাদশ আসরকে সামনে রেখে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে ঠিক হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সময়ও।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, যদি সব ঠিক থাকে তবে বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

এনিয়ে তিনি বলেন, ‘বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশির ভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দু-একটা দল এখনো সিদ্ধান্ত জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’

Exit mobile version