আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তবে বিসিবির ঘোষিত প্রথম টেস্ট দলে নেই অভিজ্ঞ ও দেশ সেরা পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন নতুন এক পেসার। চলতি মাসে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।
আসন্ন এই সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। এ ছাড়া প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন পেসার তানজিম হাসান সাকিব।
২০২০ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সফরে শেরে বাংলায় একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছিল তারা। কেন উইলিয়ামস-কারানসহ শক্তিশালী এক দল নিয়েই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
সফরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৮ তারিখ থেকে হবে দ্বিতীয় ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।