জিম আফ্রো টি-টেন লিগে বাজে শুরু সাব্বির-বিজয়ের

শুরু হয়েছে জিম আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় মৌসুম। গত মৌসুমে অংশ নিয়েছিলো পাঁচ দল। এবার দল বাড়িয়ে ছয় দলের টুর্নামেন্ট করা হয়েছে। আফ্রিকা মহাদেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন এনামুল হক বিজয় ও সাব্বির রহমান। দিনের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তারা মাঠেও নেমেছেন। ব্যাট হাতে উভয়েই ব্যর্থ। অবশ্য একটা যায়গায় তাদের মিল রয়েছে। দুই বল খেলে তারা এক রান করে আউট হয়েছেন।

সাব্বির রহমানের দল বুলাওয়া বোল্টস উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে কেপ টাউন স্যাম্প আর্মিকে হারিয়েছে। দিনের তৃতীয় ও শেষ ম্যাচে বিজয়ের দল বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস।

সাব্বির রান আউট হয়েছেন অপর প্রান্তের ব্যাটসম্যান জিমি নিশামের ‘কল’কে সাড়া দিতে গিয়ে। অবশ্য তার আউট হওয়ার কারণে হারারে কোন সমস্যায় পড়েনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে কেপ টাউন ১০৩ রান সংগ্রহ করে। হারারে সমান ৫ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই জয় তুলে নেয়।

দিনের তৃতীয় ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স লাগোস টস জিতে শুরুতে বিজয়ের দল বুলাওয়ে ব্রাভো জাগুয়ার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ওপেনার হিসেবে খেলতে নেমে বিজয় প্রথম বলে এক রান নেয়ার পর দ্বিতীয় বলেই অখিলেম রেড্ডির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সব মিলিয়ে চার উইকেট হারিয়ে ১০১ রানের সংগ্রহ পায় বুলাওয়ে। জবাবে, ৯ ওভার চার বলেই তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১০২ রান তুলে নেয় নিউ ইয়র্ক।

Exit mobile version