এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দিনেই ব্যাটারদের দাপট দেখল দর্শকরা। তবে সিলেটের জিসান আলমের সেঞ্চুরি ছাপিয়ে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে সাইফ হাসানের ঢাকা।
এদিন সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে জিসান আলদের ঝড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে জিসান আলম ৫৩ বলে চার বাউন্ডারি ও ১০ ছক্কায় ১০০ রান করেন। এছাড়া তৌফিক খান তুষার ২৯, অধিনায়ক মাহফুজুর রাব্বি অপরাজিত ৩০ রান করেন। বল হাতে ঢাকার হয়ে নাজমুল ইসলাম অপু দুটি উইকেট নেন। এছাড়া এনামুল হক নেন একটি উইকেট।
জবাবে ২০৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়ে ২০৭ রান তোলে ঢাকা। দলের পক্ষে ওপেনার আশিকুর রহমান শিবলী ১৭ করে বিদায় নিলেও অধিনায়ক সাইফ হাসান শুন্য রানে বিদায় নেন। তবে এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আরিফুল ইসলাম।
ব্যাটিংয়ে তান্ডব চালিয়ে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৪৬ বলে ৬ বাউন্ডারি ও আট ছক্কায় ৯৪ রান করে আবু যায়েদ রাহীর বলে বিদায় নেন। এছাড়া আরাফাত সানী জুনিয়র ১৮ বলে ২৭ রান করে বিদায় নেন। তবে মাহিদুল ইলাম আঙ্কন ২৩ বলে ৩০ ও শুভাগত হোম চৌধুরী ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।